Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১। নওগাঁ সদর ডাকবাংলোয় আবাসনের জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, নওগাঁ বরাবর আবেদন করতে হয়।

২। অন্যান্য ডাকবাংলোয় আবাসনের জন্য সরাসরি কেয়ারটেকার এর সংগে যোগাযোগ করতে হয়, প্রয়োজনে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা যেতে পারে।

৩। অডিটরিয়াম বরাদ্দ নেয়ার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, নওগাঁ বরাবর আবেদন করতে হয়।

৪। বিজ্ঞপ্তি দিয়ে জেলার  HSC পাশ ছাত্র/ছাত্রীদের নিকট হতে নির্ধারিত ফরমে বৃত্তির আবেদন নেয়া হয়। অত:পর সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে যাচাইবাছাই করে ছাত্র/ছাত্রীদের বৃত্তি প্রদান করা 

      হয়।

৫।  পঙ্গু, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের অনুদানের জন্য এবং  দু:স্থ, অসহায় মানুষের চিকিৎসার নিমিত্ত আর্থিক সাহায্যের জন্য ০১ কপি পাশপোর্ট ফটো ও ভোটার আই,ডির ফটোকপি সহ চেয়ারম্যান,

      জেলা পরিষদ, নওগাঁ বরাবর আবেদন করতে হয়।

৬। নির্ধারিত মাশুল দিয়ে জননেতা আব্দুল জলিল শিশুপার্ক পরিদর্শন করা যায়।

৭। নওগাঁ জেলা পরিষদের নওগাঁ পার্ক পরিদর্শন করতে কোন মাশুল দিতে হয় না।