Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা

 

নওগাঁ জেলা পরিষদের ভবিষ্য কর্মপরিকল্পনা

 

১।  নওগাঁ জেলা সদরে ১০০০(এক হাজার) আসন বিশিষ্ট ০১টি অডিটোরিয়াম-কাম-কমিউনিটি সেন্টার ভবন নির্মানের কার্যক্রম চলমান আছে।

 

২। পত্নীতলা ও ধামইরহাট উপজেলা সদরে ০১টি করে ৫০০(পাঁচশত) আসন বিশিষ্ট অডিটোরিয়াম-কাম-কমিউনিটি সেন্টার ভবন নির্মাণ কাজ চলমান আছে।

 

৩। পার-নওগাঁ মূকবধির বিদ্যালয় চত্বরে ০৫ তলা মূকবধির বিদ্যালয়, মূকবধির ছাত্র হোস্টেল ও ভাড়া দেয়ার জন্য গুদামঘর নির্মানের পরিকল্পনা আছে, যা আংশিক বাস্তবায়ন হয়েছে।

 

৪।  পার-নওগাঁ পুকুরের চার পাশে ফুটপাত ও ফুটপাতের বহিঃপার্শ্বে মার্কেট নির্মানের পরিকল্পনা আছে।

 

৫।  জেলা পরিষদের আয় বৃদ্ধির লক্ষ্যে মহাদেবপুর, ধামইরহাট ও সাপাহার উপজেলায় ০১টি করে মার্কেট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সে লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

 

৬।  জননেতা আব্দুল জলিল শিশু পার্ককে ০১টি আধুনিক শিশুপার্কে রুপান্তর করা হয়েছে।

 

৭। জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সকল কর্মকর্তা/কর্মূচারিকে কম্পিউটার ও ইন্টারনেট চালনা এবং ই-মেইল প্রেরনের প্রশিক্ষন দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।

 

৮। দক্ষ জনশক্তি তৈরীর লক্ষে নওগাঁ জেলা পরিষদের রাজস্ব তহবিলের আওতায় শিক্ষিত বেকার যুবক ও যুবমহিলাদের কম্পিউটার চালনা, সেলাই প্রশিক্ষণ ও মটর ড্রাইভিং প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে।

 

 

০৯। দারিদ্র দূরীকরন ও নারী উন্নয়নের লক্ষ্য বেকার যুব মহিলাদের  সেলাই প্রশিক্ষন ও বিনামূল্যে সেলাই মেশিন বিতরণের পরিকল্পনা রয়েছে।

 

১০। জেলা পরিষদের আয় বর্ধনের জন্য নিজস্ব পরিত্যাক্ত জমি চাষের জন্য লিজ দেয়ার এবং দোকানঘরের জন্য ভাড়া দেয়ার পরিকল্পনা গ্রহন করা হয়েছে।