সেবার তালিকাঃ
১। জনসাধারণের ব্যবহারের জন্য জেলার বিভিন্ন রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট নির্মাণ করা হয়।
২। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ করা হয় এবং নির্মাণে
সহযোগিতা প্রদান করা হয়।
৩। জেলার ১১টি উপজেলায় ১৩টি ডাকবাংলোয় বহিরাগত অতিথিগণের আবাসন ব্যবস্থা আছে।
৪। জেলা পরিষদের ৪টি অডিটরিয়ামের মাধ্যমে স্থানীয় জনগণের সভা, সমাবেশ, সেমিনারসহ বিভিন্ন সামাজিক
অনুষ্ঠান করার সুযোগ সৃষ্টি হয়েছে। আরো ৩টি অডিটোরিয়াম নির্মাণাধীন আছে।
৫। প্রতি বছর H.S.C পাশ অধ্যয়নরত গরিব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়।
৬। প্রতি বছর দু:স্থ, অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
৭। পঙ্গু, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের অনুদান প্রদান করা হয়।
৮। দু:স্থ, অসহায় মানুষের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয়।
৯। বিভিন্ন ক্রিড়া, শিক্ষা, সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান করা হয়।
১০। জেলা পরিষদের একটি শিশুপার্ক আছে। শিশু পার্কে শিশুদের জন্য মেরী গো রাউন্ড, হ্যানি সুইং, ওয়ান্ডার হুইল,
টুইষ্ট, ওয়েস্ট টার্ম, ট্রেন, ভয়েজার, বোর্ট, প্যারাট্রুপার, ফ্রগ জাম্প, বাম্পার কার, ব্যাটারী কার ও প্যাডেল বোট
মোট ১৩ প্রকার রাইডস্ আছে। এখানে প্রতিদিন শিশুসহ প্রায় ১০০০ লোকের সমাগম হয়ে থাকে।
১১। জেলা পরিষদের একটি সাধারণ পার্ক আছে। এ পার্কে মনমুগ্ধকর ফুলবাগান আছে, শিশুদের জন্য ০১টি শিশু
পাঠাগার আছে, শিশুদের খেলার জন্য দোলনা, ঢেকি ও স্লিপার ইত্যাদি আছে, সর্বসাধারণের জন্য ০১টি
ব্যায়ামাগার আছে ও সর্বসাধারণের হাটার জন্য ৫,০০০ ফুট ওয়াকওয়ে আছে। এখানে প্রতিদিন শিশুসহ প্রায়
৫০০ লোকের সমাগম হয়ে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS